পশ্চিমবঙ্গের তাপমাত্রার পারদ আরও বাড়তে চলেছে, আরো চারদিন বইবে লু

প্রবল গরমে নাভিশ্বাস উঠছে পশ্চিমবঙ্গের মানুষের | রবিবার বিকেলের আগে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই | বুধবারের মতোই আরো চারদিন চলবে লু | পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে জারি তাপপ্রবাহের সতর্কতা | এই পরিস্তিতে বিদ্যুৎ ও জল সরবরাহ স্বাভাবিক রাখার জন্য জেসাসকদের বিশেষ নির্দেশ দিলো নবান্ন |

বুধবার এক জরুরি ভিত্তিতে জারি করা নির্দেশিকায় জেলাশাসকের বিদ্যুৎ দপ্তর এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অধিকারীদের সংগে বৈঠক করতে বলা হয়েছে | জলসঙ্কট বা বিদ্যুতের যোগানের সমস্যা হলে আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্যও সংশ্লিষ্ট দপ্তরকে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে |

বিশেষত পুরুলিয়া , বাঁকুড়া , পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলির কথা মাথায় রেখে জলসঙ্কটের পরিস্থিতি এড়াতে বিশেষ জোর দিয়েছে নবান্ন | প্রয়োজনে এলাকায় জলের ট্যাঁক পাঠানোর কথা বলা হয়েছে | এছাড়া অসামরিক প্রতিরক্ষা দপ্তেরের তরফে রাজ্যবাসীর জন্য একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে |

সপ্তাহ শেষে রয়েছে বৃষ্টির আশা , তবে কমবে না অস্বস্তি |

আরও পড়ুন: ২৮-এ পা দিলেন RASHMIKA MANDANNA

পশ্চিমবঙ্গের তাপমাত্রার সম্পর্কে আরও বিশদে জানতে ক্লিক করুন এই Link

Leave a Comment