Earthquake Hit Himachal Pradesh: হিমাচল প্রদেশে ধরা পড়লো ৫.৩ মাত্রার ভূমিকম্প

Himachal Pradesh Earthquake:ন্য়াশনাল সেন্টার ফর সিসমোলজি -এর তথ্য অনুসারে এদিন রাত ৯টা বেজে ৩৪ মিনিটে আঘাত হানে ভূমিকম্প।

ভূমিকম্পে কেঁপে উঠল Himachal Pradesh। ANI-এর সূত্রের খবর। বৃহস্পতিবার হিমাচল প্রদেশের (Earthquake hit Himachal Pradesh) চাম্বা ভূকম্পে কেঁপে উঠেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.৩

ন্য়াশনাল সেন্টার ফর সিসমোলজি (National Centre for Seismology)-এর তথ্য অনুসারে এদিন রাত ৯টা বেজে ৩৪ মিনিটে আঘাত হানে ভূমিকম্প।

তাদের X হ্যান্ডেলে বিবরণ দিয়ে ন্য়াশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে। রাত ৯টা বেজে ৩৪ মিনিট ৩২ সেকেন্ডে মাটি কেঁপে ওঠে হিমাচল প্রদেশের চাম্বার। ল্যাটিচিউড ৩৩.০৯ এবং লংচিউড ৭৬.৫৯- এর অবস্থান। মাটি থেকে ১০ কিলোমিটার নীচে ভূমিকম্পের উৎসস্থল।

উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্প টের পাওয়া গিয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর, ১ এপ্রিল কম মাত্রার একটি ভূমিকম্প টের পাওয়া গিয়েছিল হিমাচল প্রদেশের চামোলি এবং লাহুল ও স্পিতিতে। 

এএনআই সূত্রের খবর, ওই এলাকা খুবই কম জনবসতিপূর্ণ। তাই এখনও পর্যন্ত কোনও সম্পত্তিক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি। ANI সূত্রের খবর, প্রায় ১১৯ বছর আগে ১৯০৫ সালের ৪ এপ্রিল একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল, সেই ঘটনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছিল হাজার।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের তাপমাত্রার পারদ আরও বাড়তে চলেছে, আরো চারদিন বইবে লু

আরও বিশদে জানতে ক্লিক করুন এই Link এ

Leave a Comment