ফের বিপদের মুখে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী Swastika Mukherjee, কি বললেন অনুরাগীদের?

টলিউডে অভিনেত্রী Swastika Mukherjee দুশ্চিন্তায়, হঠাৎ কী হল? সমাজমাধ্যমে জানালেন তিনি।

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী Swastika Mukherjee। ঠোঁটকাটা বলে দুর্নাম আছে তাঁর। তবে তিনি বরাবরই নির্ভীক। কিন্তু এ সপ্তাহের শুরুতেই বিপত্তি। অভিনেত্রীর ফেসবুক হ্যাকড্‌ হয়েছে। স্বভাবতই দুশ্চিন্তায় অভিনেত্রী। কী পদক্ষেপ করলেন?

এমনিতেই সমাজমাধ্যমে বেশ সক্রিয় তিনি। নিজের ব্যক্তিগত জীবন থেকে সমাজেসবার খুঁটিনাটি তুলে ধরেন সেখানে। তবে স্বস্তিকা প্রথম নন, বিভিন্ন সময়ে তারকাদের পেজ হ্যাক করা যেন চল হয়ে উঠেছে। যার ফলে মাঝেমধ্যে লাখ লাখ ফলোয়ারও খোয়াতে হয়েছে অনেক তারকাকে। বুধবার সকালে ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘‘আমার ফেসবুক পেজ হ্যাক্‌ড হয়েছে। আমার টিম এই সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে। যদি কোনও অপমানজনক বা অশ্লীল পোস্ট নজরে পড়ে তা হলে দয়া করে এড়িয়ে যান, এবং জানবেন সেটি আমি করিনি।’’

টলিপাড়ার যে অভিনেত্রীদের বলিউডে অবাধ যাতায়াত, তাঁদের মধ্যে অন্যতম হলেন স্বস্তিকা। সম্প্রতি তাঁর নতুন হিন্দি ছবি ‘লভ সেক্স অউর ধোঁকা ২’-এর টিজ়ারে এক ঝলক দেখা গিয়েছে অভিনেত্রীকে। দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিটির প্রথম পর্ব এসেছিল প্রায় ১৪ বছর আগে। এ বার এর দ্বিতীয় পর্বে রয়েছেন স্বস্তিকা। ১৯ এপ্রিল মুক্তি পাবে এই ছবি।

আরও পড়ুন: গরম থেকে বাঁচতে গুনতে হচ্ছে ১০,০০০ টাকার চালানের মাসুল

আরও বিশদে জানতে ক্লিক করুন এই Link এ

Leave a Comment